Monday, 20 January 2025 | 10:53 AM
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আন্তর্জাতিক
  4. রাজনীতি
  5. ইসলাম
  6. মানবসেবা
  7. শিক্ষা
  8. তথ্য প্রযুক্তি
  9. স্বাস্থ্য
  10. খেলা
  11. সাহিত্য
  12. বিনোদন
  13. অর্থনীতি-ব্যবসা
  14. লাইফস্টাইল
  15. আইন আদালত
  16. কর্পোরেট কর্ণার
  17. ফিচার
  18. শেয়ারবাজার
  19. জেলার খবর
  20. এক নজরে সারাদেশ
  21. আরও

ইবি ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল, সম্পাদক ইউসুব

ইবি সংবাদদাতা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৫ সেশনের নতুন কমিটি গঠিত হয়েছে। সংগঠনটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান ও সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ইউসুব আলী।

রোববার (৫ জানুয়ারি) ক্যাম্পাসের পাশে একটি মিলনায়তনে সংগঠনটির সদস্য সমাবেশে এ কমিটি গঠিত হয়।

সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন মাহমুদুল হাসান। পরে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। শপথের পরে সদস্যদের পরামর্শের ভিত্তিতে শাখা সেক্রেটারি হিসেবে ইউসুব আলীকে মনোনীত করেন নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান।

নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ও সেক্রেটারি ইউসুব আলী আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

নবনির্বাচিত সভাপতি মো: মাহমুদুল হাসান বলেন, ‘আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে আল্লাহর সাহায্য চাই। পাশাপাশি সবার সহযোগিতা কামনা করছি। ছাত্রশিবির সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরীতে কাজ করছে। একইসাথে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করছে। শিক্ষার্থীদের কল্যাণে আগামী দিনেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ - সর্বশেষ