সেদনায়া কারাগার আসাদ শাসনের কারাগার নেটওয়ার্কের মধ্যে সবচেয়ে কুখ্যাত ছিল এবং নির্যাতন, যৌন নির্যাতন এবং গণহত্যার কারণে শাসনের নিপীড়নের প্রতীক হয়ে উঠেছিল। অনেকটা বাংলাদেশের গণহত্যাকারী খুনি হাসিনার “আয়নাঘর” এর মতো।
উল্লেখ্য, সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (SOHR) জানুয়ারি ২০২১-এ অনুমান করে যে সিরিয়ার গৃহযুদ্ধ শুরুর পর থেকে সেদনায়া কারাগারে নির্যাতন, অপব্যবহার এবং গণ-ফাঁসির মাধ্যমে আসাদ সরকারের হাতে ৩০,০০০ বন্দি নৃশংসভাবে নিহত হয়েছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ২০১৭ সালের ফেব্রুয়ারিতে অনুমান করে যে, সেপ্টেম্বর ২০১১ থেকে ডিসেম্বর ২০১৫ পর্যন্ত সেদনায়ায় ৫,০০০ থেকে ১৩,০০০ মানুষ বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে।