মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রীর মতবিনিময়
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে মতবিনিময় করেছেন মালয়েশিয়ার মিনিস্টার অব হায়ার এডুকেশন ড. জামব্রি আবদুল কাদিরের। গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) মিসরের রাজধানী কায়রোতে এই মতবিনিময় হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
ড. মুহাম্মদ ইউনূস ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুই দিনের সফরে মিসরের রাজধানী কায়রোতে অবস্থান করছেন। সফরকালে প্রধান উপদেষ্টা ডি-৮ অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশনে যোগ দেবেন, যা ডি৯-৮ শীর্ষ সম্মেলন নামে পরিচিত। এই সম্মেলন মিসরের রাজধানীতে ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগানসহ কয়েকটি ডি-৮ সদস্য রাষ্ট্রের সরকারপ্রধানদের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে জানিয়েছে প্রেস উইং।
মিসরে সফররত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার বিশ্বখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন। বুধবার এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।
এদিকে কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানান মিসরের পাবলিক বিজনেস সেক্টর মন্ত্রী মোহাম্মদ শিমি।
বুধবার (১৮ ডিসেম্বর) স্থানীয় সময় বেলা ১১টায় কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানে তাকে স্বাগত জানান মিসরের পাবলিক বিজনেস সেক্টর মন্ত্রী মোহাম্মদ শিমি। পরে মন্ত্রীর সাথে সংক্ষিপ্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা।
শীর্ষ সম্মেলনে অধ্যাপক ইউনূসের সাথে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি উপস্থিত থাকবেন। শীর্ষ সম্মেলনের সাইডলাইনে ড. ইউনূসের কয়েকটি বৈঠকে বসার কথা রয়েছে।