নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জ গ্লোবাল ফোরাম দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রজেক্ট চালু করেছে। এ প্রজেক্টের আওতায় প্রতি বছর শতাধিক মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করবে। জানা গেছে, প্রবাসে অবস্থানরত বাংলাদেশীদের অর্থায়নে এ প্রজেক্ট পরিচালিত হবে। আবেদনের বিস্তারিত নিচে দেয়া হলো।
আবেদনের যোগ্যতা:
•৬ষ্ঠ-১২শ শ্রেণির শিক্ষার্থী হওয়া
•কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা
•অধ্যয়নরত প্রতিষ্ঠানে সেরা
•মেধাবী ও আর্থিক চ্যালেঞ্জে থাকা
•বিগত বর্ষে সন্তোষজনক ফলাফল
পরীক্ষার সিলেবাস:
১। সকল শ্রেণির জন্য এনসিটিবি কর্তৃক নির্ধারিত পাঠ্যপুস্তক, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়াবলি
২। শ্রেণি ভিত্তিক আলাদা প্রশ্নপ্রত্রে ১০০ নম্বরের পরীক্ষা
আবেদনের সময়সীমা:
১ মার্চ থেকে ৩০ এপ্রিল ২০২৫ পর্যন্ত
বৃত্তি পরীক্ষা:
১৭ মে ২০২৫
ফলাফল প্রকাশ:
৩১ মে ২০২৫
বৃত্তি প্রদান:
২১ জুন ২০২৫
আবেদনের নিয়মাবলি:
•কিশোরগঞ্জ জেলার যেকোনো স্কুল, কলেজ এবং মাদ্রাসার ৬ষ্ঠ-১২শ শ্রেণির শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
•বৃত্তি প্রজেক্টের পরিচালক বা মনোনীত প্রতিনিধির নিকট হতে আবেদন ফরম সংগ্রহ ও জমা দিতে হবে।
•সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি ফরমের সাথে জমা দিতে হবে।
বৃত্তির শর্ত:
যেসব শিক্ষার্থী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো সংস্থা থেকে পাচ্ছেন, তারা এ বৃত্তিতে যোগ্য বলে বিবেচিত হবেন না।
বৃত্তির সুবিধা:
•পরবর্তী এক বছরের জন্য বৃত্তি দেয়া হবে
•মাসিক হারে বৃত্তির অর্থ প্রদান
•অ্যাকাডেমিক ফলাফলের ধারাবাহিকতা বজায় থাকলে শিক্ষা জীবনের শেষ পর্যন্ত বৃত্তি পাওয়ার সুযোগ
•নিয়মিত তত্ত্বাবধানের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সহযোগিতা
অনলাইনে আবেদন ফরম:
https://forms.gle/dJvgzrTMv3yHoxD89
বিস্তারিত তথ্য পেতে চোখ রাখুন ফেসবুক পেজে:
https://www.facebook.com/share/1DWZj4svEV/