সিরিয়ায় আলেপ্পো শহরের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এবং তাদের মিত্ররা। এছাড়া, ২০১৬ সালের পর প্রথমবারের মতো শহরটির বিভিন্ন অংশে বিমান হামলা চালিয়েছে রুশ যুদ্ধবিমান।
গত বুধবার থেকে বিদ্রোহীরা রাশিয়া এবং ইরান-সমর্থিত সিরীয় সরকারি বাহিনীর বিরুদ্ধে দ্রুত অগ্রসর হচ্ছে।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এইচটিএস এবং তাদের মিত্ররা আলেপ্পোর সরকারি ভবন, কারাগার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনার নিয়ন্ত্রণ নিয়েছে। বিদ্রোহীরা শহরের কেন্দ্রস্থলে প্রবেশ করেছে এবং সরকারি বাহিনীর তেমন কোনো প্রতিরোধের মুখোমুখি হয়নি।