ভারতে একসময় সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী স্লোগান দিয়েছিলেন, ‘আমরা দুই, আমাদের দুই’ (হাম দো, হামারে দো..)। তাতেও ভারতের জনসংখ্যা ১৪০ কোটি ছাড়িয়ে পেছনে ফেলেছে চীনকে।
জাতিসংঘের হিসাবমতে, গত বছর বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হয়েছে ভারত। দেশটির জনসংখ্যা প্রায় ১৪৫ কোটি।
এ পরিস্থিতিতে ভারতে আরও সন্তান নেওয়ার মতো কথাবার্তা উঠবে না- এমন ভাবাটাই স্বাভাবিক। কিন্তু অবাক করা বিষয় হল, বিপুল জনসংখ্যার এই দেশে হঠাৎ করেই আরও বেশি সন্তান নেওয়ার ডাক শোনা যাচ্ছে ।